Wellcome to National Portal

***এতদ্বারা শরণখোলা উপজেলার সকল পশুখাদ্য উৎপাদনকারী/প্রক্রিয়াজাতকারী/আমদািনকারক/রপ্তানীকারক/বিক্রেতাদের অবিহত করা যাচ্ছে যে, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা (৬) অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ব্যতিরেকে কেউ ব্যবসা পরিচালনা করেত পারেবন না। তাই সকল পশুখাদ্য ব্যবসায়ীকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।***এতদ্বারা শরণখোলা উপজেলার সকল ডেইরী/বিফ ফ্যাটেনিং/ছাগল/ভেড়া/সোনালী/ব্রয়লার/লেয়ার/টাইগার মুরগী/কবুতর/টার্কি/তিতির/ব্রিডার পালনকারী খামারীদের অবহিত করা যাচ্ছে যে, পশুরোগ আইন-২০০৫ এর ধারা (১৬) অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ব্যতিরেকে বানিজ্যিক উদ্দেশ্যে কোন খামার স্থাপন/পরিচালনা করেত পারেবন না। তাই সংশ্লিষ্ট সকল খামারীদেরকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ১ লা অক্টোবর ২০২৪ তারিখ হতে ২৫ শে অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত শরণখোলা উপজেলার ০৪ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর (PPR) রোগের ভ্যাকসিন দেয়া হবে
বিস্তারিত
প্রিয় শরণখোলার ছাগল ও ভেড়া পালনকারী খামারী ভাই ও বোনেরা,
আগামী ১/১০/২০২৪ থেকে ২৫/১০/২০২৪ পর্যন্ত একটানা সারা দেশের ন্যয় শরণখোলা বাগেরহাটের প্রতিটি ইউনিয়নে একযোগে ছাগল ও ভেড়ার মরণব্যাধি পিপিআর (PPR) রোগের টিকা বিনামূল্যে প্রদান করা হবে। 
নিন্মে দ্বায়িত্বপ্রাপ্ত ভ্যাক্সিনেটর ইউনিয়ন ভিত্তিক নাম ও মোবাইল নাম্বার প্রদান করা হলো।  তাদের সাথে যোগাযোগ করে আপনার ছাগল ভেড়ার টিকা প্রদান করুন।

১। ধানসাগর ইউনিয়ন 
মো: তৈয়বুর রহমান, 01964-910605
রতন কুমার, 01720-554351

২। খোন্তাকাটা ইউনিয়ন 
মো: মামুন, 01777-428472
মো: জাকারিয়া

৩। রায়েন্দা ইউনিয়ন 
মো: আব্দুর রহিম, 01771-615984
মো: আব্দুল রহিম খান, 01925-076680

৪। সাউথখালী ইউনিয়ন 
মো: মাসুম বিল্লাহ, 01732-593393
মো: ফাহিম, 01729-351360

সমন্বয়কারী:
মো: আশরাফুল ইসলাম হাওলাদার
ফিল্ড এসিস্ট্যান্ট (এআই)
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, শরণখোলা, বাগেরহাট 
মোবাইল- 01933-346420

সার্বিক তত্ত্বাবধায়নে: 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভাপ্রা)
শরণখোলা, বাগেরহাট
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/09/2024
আর্কাইভ তারিখ
30/11/2024