শিরোনাম
আগামী ১ লা অক্টোবর ২০২৪ তারিখ হতে ২৫ শে অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত শরণখোলা উপজেলার ০৪ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর (PPR) রোগের ভ্যাকসিন দেয়া হবে
বিস্তারিত
প্রিয় শরণখোলার ছাগল ও ভেড়া পালনকারী খামারী ভাই ও বোনেরা,
আগামী ১/১০/২০২৪ থেকে ২৫/১০/২০২৪ পর্যন্ত একটানা সারা দেশের ন্যয় শরণখোলা বাগেরহাটের প্রতিটি ইউনিয়নে একযোগে ছাগল ও ভেড়ার মরণব্যাধি পিপিআর (PPR) রোগের টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
নিন্মে দ্বায়িত্বপ্রাপ্ত ভ্যাক্সিনেটর ইউনিয়ন ভিত্তিক নাম ও মোবাইল নাম্বার প্রদান করা হলো। তাদের সাথে যোগাযোগ করে আপনার ছাগল ভেড়ার টিকা প্রদান করুন।
১। ধানসাগর ইউনিয়ন
মো: তৈয়বুর রহমান, 01964-910605
রতন কুমার, 01720-554351
২। খোন্তাকাটা ইউনিয়ন
মো: মামুন, 01777-428472
মো: জাকারিয়া
৩। রায়েন্দা ইউনিয়ন
মো: আব্দুর রহিম, 01771-615984
মো: আব্দুল রহিম খান, 01925-076680
৪। সাউথখালী ইউনিয়ন
মো: মাসুম বিল্লাহ, 01732-593393
মো: ফাহিম, 01729-351360
সমন্বয়কারী:
মো: আশরাফুল ইসলাম হাওলাদার
ফিল্ড এসিস্ট্যান্ট (এআই)
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, শরণখোলা, বাগেরহাট
মোবাইল- 01933-346420
সার্বিক তত্ত্বাবধায়নে:
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভাপ্রা)
শরণখোলা, বাগেরহাট