***এতদ্বারা শরণখোলা উপজেলার সকল পশুখাদ্য উৎপাদনকারী/প্রক্রিয়াজাতকারী/আমদািনকারক/রপ্তানীকারক/বিক্রেতাদের অবিহত করা যাচ্ছে যে, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা (৬) অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ব্যতিরেকে কেউ ব্যবসা পরিচালনা করেত পারেবন না। তাই সকল পশুখাদ্য ব্যবসায়ীকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।***এতদ্বারা শরণখোলা উপজেলার সকল ডেইরী/বিফ ফ্যাটেনিং/ছাগল/ভেড়া/সোনালী/ব্রয়লার/লেয়ার/টাইগার মুরগী/কবুতর/টার্কি/তিতির/ব্রিডার পালনকারী খামারীদের অবহিত করা যাচ্ছে যে, পশুরোগ আইন-২০০৫ এর ধারা (১৬) অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ব্যতিরেকে বানিজ্যিক উদ্দেশ্যে কোন খামার স্থাপন/পরিচালনা করেত পারেবন না। তাই সংশ্লিষ্ট সকল খামারীদেরকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।***
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা
মোবাইল নং : ০১৭৭৩৮৭৮০২৫
ফোন (অফিস) : ০১৩২৪-২৮৯৮১৪
ই-মেইল : uloofficesarankhola@gmail.com
পোলিং
মতামত দিন